শৈত্য প্রবাহ শেষে এবার বৃষ্টির আভাস

শৈত্য প্রবাহ শেষে এবার বৃষ্টির আভাস
ঢাকা: মাঘের শুরুতে কয়েক দিনের টানা শৈত্য প্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কাহিল অবস্থা পার করার পর তাপমাত্রা বেড়ে যাওয়ার সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে গেলেও এরপর থেকে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।সবশেষ আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ২৪ ঘণ্টায়।আর ৪৮ ঘণ্টা অর্থাৎ দুই দিনে আবহাওয়ার অবস্থা বলা হয়েছে, এই সময়ে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।আবহাওয়া অফিস আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় জানায়, এই সময়ের শেষের দিকে হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।শবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।এছাড়াও ১০ ডিগ্রির নিচে ঈশ্বরদীতে ৯ দশমিক ৮, বদলগাছীতে ৯, দিনাজপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় ১৩ দশমিক ৬, ময়মনসিংহে ১১ দশমিক ৫, চট্টগ্রামে ১৪, সিলেটে ১২, রাজশাহীতে ১০ দশমিক ৬, রংপুরে ১১, খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন