বিয়ে করেছেন উর্বশী!

বিয়ে করেছেন উর্বশী!
বিনোদন ডেস্ক : দু’দিন আগেই বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলার সিঁথিতে সিঁদুর পরা একটা ভিডিও ভাইরাল হয় আন্তর্জালে। সেই ভিডিওর মতো এবার জিম স্যুটের সঙ্গে শাঁখা-সিঁদুর পরে ব্যায়াম করতে দেখে সবার মনে প্রশ্ন জেগেছে, গোপনে কি বিয়ে সেরে ফেললেন উর্বশী?অধুনা বলিউডের ফ্যাশন আইকন বলা হয় উর্বশী রাওতেলা।মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু। কয়েকটি সিনেমায় আইটেম ডান্স করতে দেখা গেছে তাকে। কিন্তু অভিনয়ের চেয়ে মডেলিংই বেশি পছন্দ তার।  ইনস্টাগ্রামে তার ৩ কোটি ২৭ লাখ অনুসারী। নিজের নতুন নতুন অবতারের ছবি পোস্ট করে চনমনে রাখেন অনুসারীদের। এরই মধ্যে তার অনেক ছবি বা ভিডিও ভাইরাল হয়ে পড়ে। দু’দিন আগেই তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় সাদা মাটা পোশাক, মাথা ভর্তি সিঁদুর পরে ঘুরছেন উর্বশী। তিনি সব সময় খোলামেলা ফ্যাশনেবল পোশাক পরেন। তার বাইরে কিছু করলেই মানুষের আগ্রহ বাড়ে। সাদামাটা পোশাকে সিঁদুর পরা উর্বিশীকে নিয়ে তাই আগ্রহ বাড়ে ভক্তদের। তবে কি তিনি বিয়ে করে নিলেন?

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

দুই সন্তানের জননীকে মুখবেঁধে ধর্ষণের চেষ্টায়, তিনদিন পর জনতার হাতে আটক যুবক 

নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা