মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার অনুরোধ হাইকমিশনরের

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার অনুরোধ হাইকমিশনরের

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপে প্রবাসীদের জন্য বাংলাদেশি একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এ সময় হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে গভর্নরকে অনুরোধ করেন। একই সঙ্গে ডলারের পরিবর্তে এমভিআর-এ প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে অর্থ পাঠানোর বিষয়ে সহযোগিতা চান। বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। মালদ্বীপের ব্যাংক গভর্নর জানান, বাংলাদেশি কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি অবহিত। ব্যাংকিং খাত নিয়ে আলী হাশিম মালদ্বীপের অবস্থান তুলে ধরেন। তার সরকার ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন