১৬ জানুয়ারি করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত ত্রিপুরা

১৬ জানুয়ারি করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত ত্রিপুরা
অপরদিকে এদিন সিপাহীজলা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা শাসক অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডা রঞ্জন বিশ্বাস, ডাক্তার অরিজিৎ সিংহ রায়।জেলা স্বাস্থ্য আধিকারিক বলেন, আগামী ১৬ জানুয়ারি থেকে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতাল এবং মেলাঘর হাসপাতালে স্বাস্থ্যকর্মী, সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় ধাপে সিপাহীজলা জেলায় ২শ ৮টি স্থানে ভ্যাকসিন দেওয়ার হবে। এজন্য সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

সবমিলিয়ে আগামী ১৬ জানুয়ারি করোনা ভ্যাকসিন দেওয়া জন্য সারা ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যও পুরোপুরি প্রস্তুত আছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশনা

সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা