সৈয়দপুর পৌরসভার সব পদে নির্বাচন স্থগিত

সৈয়দপুর পৌরসভার সব পদে নির্বাচন স্থগিত
নীলফামারী প্রতিনিধি : আগামী শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে।বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যাওয়ায় মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন স্থগিতের এ আদেশ ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে।করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন সরকার। তিনি অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য, তিনবার সৈয়দপুর পৌরসবার মেয়র ও একবার উপজেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।ভোটগ্রহণের দু’দিন আগে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নির্বাচনী এলাকায়।সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ১৫ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি