ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।আটক দুইজন হলেন-মোহাম্মদ সুরাইম (২৫) ও নুরে আলম ওরফে রানা (৩৯)।রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টায় র্যাব-১০ এর একটি দল কদমতলী থানার তুষারধারা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ও পাঁচ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।