বিমসটেক শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ

বিমসটেক শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ
ঢাকা: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনকে (বিমসটেক) আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবে বাংলাদেশ। বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন।রোববার (১০ জানুয়ারি) বিকেল ৫টা ২৩ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন।বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। এ দেশগুলোর মধ্যে অনেক সম্ভাবনা এখনও অনাবিষ্কৃতও রয়েছে। তিনি বিমসটেককে পুরোপুরি কার্যকর করার জন্য জোর দেন।বৈঠক প্রতিমন্ত্রী বিমসটেককে আরও শক্তিশালী করতে সহযোগিতা দেবেন বলে জানান। একইসঙ্গে বিমসটেক সচিবালয় নতুন করে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন