মন্ত্রণালয়/বিভাগ,অধিদপ্তর ও সংস্থাসমূহের তথ্য বাতায়ন হালনাগাদকরণ বিষয়ক অগ্রগতি পরিবীক্ষণ; সরকারি ই-মেইল, ভিডিও কনফারেন্সিং, ই-নথির ব্যবহার মূল্যায়ন ও পরিবীক্ষণ; মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের গৃহীত উদ্ভাবন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ; মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সেবা সহজীকরণ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় সাধন করবে।সরকারি ও স্বায়ত্ত্বশাসিত দপ্তরসমূহে ই-সার্ভিসের সম্প্রসারণ বিষয়ে সমন্বয় সাধন; মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সেবা প্রদানকারীগণের তথ্য-প্রযুক্তি বিষয় প্রশিক্ষণের কার্যক্রমের সমন্বয় সাধন; প্রতিবছর সেবা সহজীকরণ, অনুসরণীয় দৃষ্টান্ত ও উদ্ভাবন সংক্রান্ত তথ্যসমূহ ওয়েবসাইটে হালনাহগাদকরণ কাজ করবে এই কমিটি।কমিটি প্রতিমাসে অন্তত একবার সভায় মিলিত হয়ে এসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ করবে এবং প্রয়োজনে যেকোনো সমস্য কো-অপ্ট এবং যেকোনো সদস্যকে আমন্ত্রণ জানাতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।