ঢাকার ধামরাইয়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচে গেছে একই নৌকায় থাকা অপর দুই কিশোরী। শনিবার দুপুরে ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই কিশোরী হলো মান্দারচাপ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শিখা আক্তার (১৪) ও আবদুল হালিমের মেয়ে মিম আক্তার (১৩)। দুজনই স্থানীয় জামাল উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
শিখার চাচা সাইফুল ইসলাম বলেন, গ্রামের চারপাশ বানের পানিতে থই থই। পাশের গ্রাম থেকে জুলহাস নামের এক ব্যক্তি ডিঙি নৌকায় শনিবার দুপুরে কোরবানির মাংস নিতে মান্দারচাপে আসেন। বেলা একটার দিকে তাঁর ভাতিজি শিখা নিজের বান্ধবী মিম, রিয়া ও তামান্নাকে নিয়ে ওই নৌকায় করে ঘুরতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা নৌকার ওপরে দাঁড়িয়ে ছবি তুলছিল। এতে নৌকাটি ভারসাম্য হারায়। পাশাপাশি সেখানে প্রবল স্রোত ছিল। ডিঙিটি একদিকে কাত হয়ে ডুবে যায়। রিয়া ও তামান্না সাঁতরে পাশের রাস্তায় উঠতে সক্ষম হয়। সাঁতার না জানায় ডুবে যায় শিখা ও মিম। এলাকার লোকজন তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মিম ও শিখার লাশ হস্তান্তর করা হয়েছে।