নিজস্ব প্রতিবেদক : দেশের মহাসড়কে বর্তমানে মোট এক হাজার ১৮৮টি স্পিড ব্রেকার রয়েছে। সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মহাসড়কের অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার (গতিরোধক) অপসারণ করছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় এরইমধ্যে ৭৫৫টি স্পিড ব্রেকার অপসারণ করেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে স্পিড ব্রেকার অপসারণের একটি প্রতিবেদন তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে দেখা গেছে, সড়ক বিভাগের ১০টি জোন থেকে ৭৫৫টি স্পিড ব্রেকার অপসারণ করা হয়েছে। বর্তমানে মহাসড়তে মোট স্পিড ব্রেকার রয়েছে এক হাজার ১৮৮টি। এর আগে অক্টোবর মাসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মহাসড়ক থেকে অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার তুলে দেওয়ার সুপারিশ করা হয়। এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও কাউন্সিল কর্মকর্তা আবদুল মোক্তাদির বলেন, নিয়ম অনুযায়ী মহাসড়কে কোনও স্পিড ব্রেকার থাকবে না। কিন্তু বাস্তবতার প্রয়োজনে অনেক স্থানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। এর অনেকগুলো স্থানীয় পর্যায় থেকে দেওয়া হয়। আমরা পর্যায়ক্রমে এগুলো অপসারণ করছি এবং সর্বশেষ অগ্রগতি সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।
অল-ওয়েদার সড়কে নিরাপত্তা জোরদার হচ্ছে: কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন সড়কে নিরাপত্তা জোরদার, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ও শৌচাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত হন। এ ছাড়া এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।