খোকার বিরুদ্ধে কায়সারের মামলার আবেদন খারিজ

খোকার বিরুদ্ধে কায়সারের মামলার আবেদন খারিজ

 নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে এ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সারের করা ৫০ কোটি টাকার মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে ওই মামলার আবেদন করেন সাবেক এমপি কায়সার।আদালত আর্জি গ্রহণ করে কায়সার ও তার আইনজীবীর বক্তব্য শোনেন। তবে, তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।বিষয়টি নিশ্চিত করেন কায়সারের আইনজীবী জসিমউদ্দিন। তিনি জানান, এ ব্যাপারে তিনি উচ্চ আদালতে যাবেন।২৬ ডিসেম্বর বিকেলে সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চারটি মাটির রাস্তা ও দু’টি পাকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে তাকে কোর্টে দাঁড় করিয়েছেন। তাই যে সন্তান তুচ্ছ সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে মাকে কোর্টে দাঁড় করাতে পারে, তার কাছ থেকে জনগণ কী আসা করবে?’এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মামলার আবেদন করা হয়। কায়সার বলেন, ‘এমপি লিয়াকত হোসেন খোকা যে বক্তব্য দিয়েছেন সেটা মানহানিকর। খোকার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সে কারণেই আমি আদালতের শরণাপন্ন হয়েছি। ’ওই সময় কায়সারের সঙ্গে আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম, মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।কায়সার বলেন, ‘বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা গত ২৬ তারিখে পৌরসভার একটি জনসভায় বলেছেন আমি নাকি আমার মায়ের বিরুদ্ধে মামলা দিয়ে আমার মাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেছি। যে মাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, সে মাকে নিয়ে তিনি রাজনৈতিক কারণে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় করার চেষ্টা করেছেন, যা মিথ্যা ও বানোয়াট এবং আমার মা ও পরিবারের জন্য অত্যন্ত লজ্জাজনক ও মানহানিকর। সেজন্য আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছি। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারম্যান রাজু আটক

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না