মার্কিন কংগ্রেসে মাস্ক না পরলে বের করে দেয়া হবে : স্পিকারের হুঁশিয়ারি

মার্কিন কংগ্রেসে মাস্ক না পরলে বের করে দেয়া হবে : স্পিকারের হুঁশিয়ারি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সকল সদস্যকে মাস্ক পরতে নির্দেশ দেয়া হয়েছে। এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি।

তবে কংগ্রেসে বক্তব্য দেবার সময় প্রতিনিধি পরিষদের সদস্যরা মুখ থেকে মাস্ক সরাতে পারবেন বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দলীয় স্পিকার ন্যান্সি পেলোসি।

হাউজ ফ্লোরে এক বক্তব্যে ন্যান্সি পেলোসি বলেন, ‘চেম্বারে উপস্থিত অন্যান্যদের এবং আশেপাশের সবার স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণের কথা মাথায় রেখে সব সদস্য ও কর্মীরা মাস্ক পরার নিয়ম মানবেন বলে আশা করছি। কেউ মাস্ক না পরলে তা শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনায় কক্ষ থেকে বের করে দেওয়া হতে পারে।’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী