আহত কাইয়ুম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি ব্যাংকের আতলাপুর শাখা থেকে এক লাখ ১০ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। ভোলাব ইউনিয়ন পরিষদের সামনের মোড়ে স্থানীয় মাদকসেবী কামরুল মিয়া, রফিকুল ইসলাম, শাকিল ওরফে শান্ডা, সজীবসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আটক করে। এসময় কোনো কিছু বুঝে উঠার আগেই কাইয়ুমের সঙ্গে থাকা এক লাখ ১০ হাজার টাকা লুটে নেয়। কাইয়ুম প্রতিবাদ করতে গেলে ওই যুবকরা চাপাতি দিয়ে ডান হাত ও পিঠে কুপিয়ে জখম করেন। পরে পুরো শরীরের রড দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়। কাইয়ুমের ডান পা ভেঙে ফেলা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ এখন পর্যন্ত পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।