চসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: হানিফ

চসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: হানিফ
 চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থী বাইরে যারা সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হিসেবে থাকবেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে আওয়ামীলীগ বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। যারা ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন, তাদের পরবর্তীতে আর নৌকা প্রতীক দেওয়া হয়নি। বিদ্রোহী প্রার্থীর পক্ষে গিয়ে যেসব দায়িত্বশীল ব্যক্তি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকেও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির প্রার্থী অসন্তোষ জানিয়েছেন-সে বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নেয়। ইভিএম নিয়ে ইতোপূর্বে বহু কথা হয়েছে। তদের অনেক শীর্ষ নেতারাও বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। অতীতে ইভিএম দিয়ে সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। সুতরাং ইভিএম নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭, ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড-৬ এর প্রার্থীর মৃত্যু হওয়ায় এসব ওয়ার্ডে পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে। তবে যারা প্রার্থী আছেন, তারা বহাল থাকবেন। তাদের আর নতুন করে মনোনয়ন পত্র জমা দিতে হবে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি