মিয়ানমার সীমান্তে হামলায় আসাম রাইফেলসের ৩ সেনা নিহত

মিয়ানমার সীমান্তে হামলায় আসাম রাইফেলসের ৩ সেনা নিহত

মনিপুরের চানদেল জেলায় মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আসাম রাইফেলসের তিন সেনা নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই হামলার ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ও নিউজ এইটিনের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

নিহতরা হলেন-হাবিলদার প্রণয় কালিতা, তার বাড়ি আসামেই। আর রাইফেলসম্যান মেথা কনিয়াক ও রতন সালামের বাড়ি নাগাল্যান্ড এবং মনিপুরে।

চান্দালে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে কোংটাল নামক জায়গায় এই হামলা হয়েছে।

চাকপিকারোং অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই তিন সেনা কংটালে নিজেদের ঘাঁটিতে ফেরার সময় গুলি ও আইইডি বোমার বিস্ফোরণে নিহত হন।

হামলার জন্য পিপলস লিবারেশন আর্মিকে দায়ী করছে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী