পাবনায় ওয়াড মেম্বরকে কুপিয়ে হত্যা

পাবনায় ওয়াড মেম্বরকে কুপিয়ে হত্যা

পাবনা: আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বকুল শেখ (৩৫)  নামে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়াড সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।  শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ হত্যার ঘটনা ঘটে।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে অনন্ত মোড়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বকুল শেখকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে এলাকায় মকলেস প্রামাণিক গংদের সঙ্গে তার শত্রুতা ছিলো। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত