জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস মানিকছড়ির উদ্দেশে ছেড়ে আসে। সকাল আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ির গবামারা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে চালক পথ দেখতে না পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে যায়। তখন গাড়িতে থাকা ৪-৫ জন যাত্রী ছিল।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে জানান, ঘন কুয়াশা এবং পিচ্ছিল পথের কারণে চালক পথ দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহত হয়নি।