কুয়াশায় পথ দেখতে না পেয়ে মানিকছড়িতে উল্টে গেল বাস

কুয়াশায় পথ দেখতে না পেয়ে মানিকছড়িতে উল্টে গেল বাস

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস মানিকছড়ির উদ্দেশে ছেড়ে আসে। সকাল আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ির গবামারা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে চালক পথ দেখতে না পেয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে যায়। তখন গাড়িতে থাকা ৪-৫ জন যাত্রী ছিল।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে জানান, ঘন কুয়াশা এবং পিচ্ছিল পথের কারণে চালক পথ দেখতে না পেয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহত হয়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন