নীলফামারীতে জেঁকে বসেছে শীত

নীলফামারীতে জেঁকে বসেছে শীত
নীলফামারী: বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিভার’র প্রভাবে নীলফামারীতে জেঁকে বসেছে শীত।  শুক্রবার (২৭ নভেম্বর) জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানায় নীলফামারীর সৈয়দপর আবহাওয়া অফিস। শুক্রবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি এ অঞ্চলে। বৃষ্টির মতো ঝিরি ঝিরি করে কুয়াশা পড়েছে সারাদিন। এতে করে হতদরিদ্র মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। অনেকে কনকনে শীতের কারণে কাজে বের হতে পারেননি। রাস্তা-ঘাট ফাঁকা। শীতে জুবুথুবু হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম বলেন, হঠাৎ শীত বেড়েছে। এ অবস্থায় বিপাকে পড়ছে মানুষ। এ অবস্থা প্রলম্বিত হলে শিশু ডায়রিয়া, নিউমোনিয়া ছড়িয়ে পড়তে পারে। বয়স্করাও নানা রোগে আক্রান্ত হতে পারেন। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের সাবধানে চলাচল করতে হবে। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, এরই মধ্যে কম্বল বিতরণের জন্য তালিকা তৈরি করছি আমরা। শীত মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, শীতের কারণে ব্যাপক প্রস্তুতি চাই। আমরা সেভাবেই উদ্যোগ নিচ্ছি। সৈয়দপুর আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ঘূর্ণিঝড় নিভারের প্রভাবে শীত বেড়েছে। তাপমাত্রা আরও নেমে যেতে পারে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি