সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আবদুল মান্নান

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আবদুল মান্নান

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে গত ১ নভেম্বর যোগদান করেছেন মো. আবদুল মান্নান। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে পদোন্নতি পেয়ে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন আবদুল মান্নান। ২৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে এবং কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৭ সালের ৩০ জুন জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন আবদুল মান্নান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন