ঢাকা জেলার সরকারি কৌঁসুলি (জিপি) এবং ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ফকির দেলোয়ার হোসেন (৮০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
আজ বুধবার এক শোকাবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকাবার্তায় আইনমন্ত্রী বলেন, ফকির দেলোয়ার হোসেন ছিলেন একজন দক্ষ, অভিজ্ঞ ও বিশ্বস্ত আইনজীবী। যে কারণে তিনি ২০০৯ থেকে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় জিপি পদে অধিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতিতে এক বিশাল শূন্যতা তৈরি হলো।
উল্লেখ্য, ফকির দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে বাংলাদেশ বার কাউন্সিল সনদ পাওয়ার পর একই বছর ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। আজ দুপুর একটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নিজ ঢাকা।