লঘুচাপে পরিণত নিম্নচাপ, তবে বৃষ্টি হবে আরও

লঘুচাপে পরিণত নিম্নচাপ, তবে বৃষ্টি হবে আরও

স্থল নিম্নচাপ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরও এগিয়ে ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত কমিয়ে তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।  ফরিদপুর,  মাদারীপুর,  মানিকগঞ্জ হয়ে এখন ঢাকা, গাজীপুরের আশেপাশে অবস্থান করছে এটি।  এর প্রভাবে দেশের অনেক এলাকায় ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা নেই।

জানা গেছে, লঘুচাপ-নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ছিল। আজ থেকে বৃষ্টি কমবে। আাগামীকাল রবিবার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। দু-একদিন পর স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা ভোরের দিকে কমার প্রবণতা থাকবে। নভেম্বরের মাঝামাঝি শীতের বার্তাও থাকবে আবহাওয়ায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন