মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

মাটি কাটতে গিয়ে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

কক্সবাজারের রামুতে রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটি ধসে দু’যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত ২ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, রামুর উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক।

রামুর ইউএনও প্রণয় চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালানো হয়েছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন