বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তির আশা মন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তির আশা মন্ত্রীর

ঢাকা: করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিল করে এসব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে ভর্তির আশা করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণার সময় এ আশা করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে একটি পরামর্শক কমিটিও মতামত নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কী হবে- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি এবার সমন্বিত পদ্ধতিতে সব ধরনের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে পারবো। পরীক্ষাগুলো গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে কীভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে এবং তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরামর্শক কমিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে পরামর্শ দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি পরিস্থিতির উন্নতি হবে এবং ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আর কী পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

এসময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা যুক্ত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে বান্দরবানে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরছে নোবিপ্রবি