ওকালতনামা জালিয়াতি অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ওকালতনামা জালিয়াতি অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নারায়ণগঞ্জওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির নেতারা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

এ সময় রবিনের সহযোগী মিরাজ আহমেদ শুভ পালিয়ে যান।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে রাইসুল আহমেদ রবিন নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় রবিনের মালিকানাধীন দোকানের কর্মচারী মিরাজ আহমেদ শুভ পালিয়ে যান। তারা দু’জনে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নকল ওকালতনামা, হাজিরা ও জামিননামা তৈরি করে বিক্রি করতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন  জানান, এ ঘটনায় আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ