মৃত শিক্ষকের নামে বেতন বিল দাখিল

মৃত শিক্ষকের নামে বেতন বিল দাখিল

বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৬ আগস্ট মারা যান। এরপর বিষয়টি উপজেলা প্রাথমিক অফিসকে জানানো হয়।

এরপরও সেই মারা যাওয়া শিক্ষকের নামে বেতন বিল ট্রেজারির মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ২৬ আগস্ট তিনি মারা যান। তার মৃত্যুর খবর আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়।

এরপরও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মৃত ওই শিক্ষকের নামে গত সেপ্টেম্বর মাসের ৩২ হাজার ৯২ টাকা বেতন বিল ট্রেজারির মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করেন।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম বলেন, ভুল করে অফিস সহকারী এ কাজটি করেছে। আমিও বিষয়টি যাচাই না করে ওই বেতন বিলে স্বাক্ষর করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিন জানান, এটা সম্পন্ন বেআইনে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন