এখন পর্যন্ত ১ হাজার টন ইলিশ ভারতে গেল বেনাপোল দিয়ে

এখন পর্যন্ত ১ হাজার টন ইলিশ ভারতে গেল বেনাপোল দিয়ে

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে রফতানি হয়েছে ১০ লাখ কেজি (১ হাজার টন) ইলিশ, যা থেকে সরকারের আয় হয়েছে ৯ কোটি ৯৭ হাজার ১২০ ডলার। গত ১৯ দিনে (৩ অক্টোবর পর্যন্ত) এই মাছ ভারতে রফতানি হয় বলে বেনাপোল কাস্টমসের একটি সূত্র জানিয়েছে।

দুর্গাপূজাসহ বাণিজ্যকে আরও গতিশীল করতে বন্ধুপ্রতিম দেশ ভারতে ১৪৪৫ টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ১৪ সেপ্টম্বর থেকে শুরু হয় ইলিশ রফতানি। প্রতি কেজি ইলিশ রফতানি করা হচ্ছে ১০ ডলারে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ভারতে ইলিশ রফতানি হওয়ায় অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী