সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমার কটালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কালনী এক্সপ্রেসের যাত্রী সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মামুন আহমদ জানান, শনিবার সকাল ৬টা ১৫ মিনিটের সময় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। ৬টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি কটালপুর এলাকায় পৌঁছলে দুই বগির মাঝখানে আগুন লেগে যায়। ধোঁয়া বের হতে দেখে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি থামিয়ে রেলকর্মীরা প্রায় ২০ মিনিট চেষ্টা করে ‘ফায়ার ডিস্টিংগুসার’ দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, কালনী এক্সপ্রেসের দুই বগির মাঝখানে আগুন লাগার খবর তিনি পেয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই বলে মন্তব্য করেন তিনি।