পেঁয়াজ এলো মিয়ানমার-পাকিস্তান থেকে

পেঁয়াজ এলো মিয়ানমার-পাকিস্তান থেকে

ভারত বন্ধ করে দেওয়ার পর বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ ইতোমধ্যে মিয়ানমার পাকিস্তান থেকে দেশে পেঁয়াজ এসেছে

মঙ্গলবার মিয়ানমার থেকে আমদানি করা ৫৮ মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। এসব পেঁয়াজ আমদানি করে চট্টগ্রামের প্রতিষ্ঠান কায়েল স্টোর। এটা মিয়ানমার থেকে আসা পেঁয়াজের প্রথম চালান।

এরপর চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তান থেকে এসেছে আরো ১১৬ টন পেঁয়াজ। গ্রিন ট্রেড নামের একটি প্রতিষ্ঠান এই পেঁয়াজ আমদানি করেছে। প্রতিষ্ঠানটি ৬ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছিল।

বন্দর সচিব ওমর ফারুক জানান, পেঁয়াজের চালান খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”