আটক স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১১৩ জন

আটক স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১১৩ জন

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সোমবার ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটক অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি ও পাকিস্তানি।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়ায় এর আগে কখনও এক দিনে একসঙ্গে এত অবৈধ অভিবাসী আটক করার ঘটনা ঘটেনি।

ধারণা করা হচ্ছে, স্লোভেনিয়া হয়ে তারা ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করছিল।

এ ঘটনায় স্লোভেনিয়ার জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, এ ঘটনা প্রমাণ করে স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি সুবিশাল চক্র গড়ে উঠেছে।

এর আগে গত সপ্তাহে স্লোভেনিয়ার অন্য একটি সীমান্তবর্তী শহর ছেলইয়েতে একটি লরি থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্লোভেনিয়ার পুলিশ বলছে, বিগত আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দশ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সম্প্রতি যারা আটক হয়েছেন, তাদের বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও মরোক্কোর নাগরিক।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত