ফরহাদ রহমান ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৭ রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপি সংলগ্ন নাফ নদীর অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ পয়েন্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পূর্বে জাদিমুরা নেচার পার্ক সংলগ্ন এলাকায় বাংলাদেশের জলসীমায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে সাঁতরে প্রবেশ করতে দেখা যায়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবির নৌ-টহল দল রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে আধা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দুটি প্যাকেট তল্লাশি করে একটিতে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর প্যাকেট থেকে ১৪৪ রাউন্ড ভারী অস্ত্রের গুলি, ৩ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও গোলাবারুদ সীমান্ত দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল। সময়মতো অভিযান পরিচালনার মাধ্যমে একটি বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরসহ পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।