ববি প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনার এবং গ্রাউন্ড ফ্লোরে ডেন্টাল চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে ফ্রি দন্ত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দন্ত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ, প্রাথমিক চেকআপ এবং ভবিষ্যৎ চিকিৎসা সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল চেক আপ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি মোশাররফ হোসেন বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ এই ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করতে আগ্রহী—সে বার্তাটি স্পষ্টভাবে তুলে ধরা।”
তিনি আরও বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করে। সেই আদর্শে নিপীড়িত ও নির্যাতিত সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং ন্যায়বিচারের চেতনা গভীরভাবে জড়িত। অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের পাশে থাকার ধারাবাহিকতা বজায় রাখব।”
ডেন্টাল ক্যাম্পে অংশ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন,
“ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।”
ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বসির উদ্দীন বলেন,
“শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের মাঝে দন্ত সচেতনতা বাড়ানোই ছিল আমাদের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে অনেক শিক্ষার্থীর দন্ত সমস্যা শনাক্ত করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় পরবর্তী নির্দেশনা দেওয়া হয়েছে।”
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
..