কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জীবন – ফাহমিদা

কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জীবন – ফাহমিদা
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘জালালাবাদ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘- এর  নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জীবন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা হক জিনিয়া।
সোমবার (১৯জানুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি আজিজুল হক শাকিল ও সাধারণ সম্পাদক মো. মেহরাজ হোসেন ইফতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজ আহমেদ,রায়হান আহমেদ,গোলাম সারোয়ার রিমন,সুভাষ দাস,রিয়াজ আহমেদ,অনুপ দাস অপূর্ব,বিশাল রায়,তিথী দেবনাথ,ওয়াহিদুর রহমান অপু,ঋতুপর্না দেব,শাম্মি আখতার আখি,সুভাষ চন্দ্র দাশ,একা তালুকদার,আবু বক্কর রাশেদ,আলম ফাহিম ও তারিন সুমাইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ কাউসার,জয় রায়,বুরহান উদ্দিন বাসিম,রিপন ভৌমিক,রুহিত পাল,প্রিয়া মণি দেব,শাওন সুত্রধর অভ্র,পূজা দেব,আরাফাত হোসাইন ও সেলিম আহমেদ শিমুল, সাংগঠনিক সম্পাদক হিসেবে লাবিবা রশিদ রাফা,সুস্মিতা দাস,আব্দুল্লাহ হোসেন তাজিম,সৌরভ দাশ আকাশ,এন এস সানিয়া, আকাশ আল মামুন,মায়েশা তারান্নুম রিচি, নাদিয়া চৌধুরী,মিলন সূত্রধর,শামীম আহমেদ,নিলয় সরকার,সালমা বেগম,মোঃ আসাদুজ্জামান সৌরভ,প্রিয়ন্তী দাস পৃথা ,শ্রাবন্তী সিনহা,খান জাহান আলী,প্রণমিতা দেব,অন্তরা বিশ্বাস,নবমিতা চক্রবর্তী,মাহফুজুর রহমান ভুঁইয়া রাফি,মাহিন আশরাফ,মোঃ মাশরাফি,জুয়েনা আক্তার পলি,লাক মিয়া,হাসান আল মান্না,অমিত হাসান,সায়মা কাওনাইন তৃষ্ণা,আহসান চৌধুরী,আশিকুর রহমান ইমাদ,তানিয়া আক্তার তুন্নি,মিশপাহ আক্তার,নাদিয়া সুলতানা সামিয়া মল্লিক ,স্বরবিন্দু বৈষব  বৈক্য,সাদিয়া আক্তার,জোবায়ের আহমেদ,জান্নাতুল বাকী সাম্মী,হৃদয় দেবনাথ ও হোমায়রা জান্নাত।
 এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অনামিকা দাস এবং উপ–প্রচার সম্পাদক হিসেবে আদিল কবির ও সুলতানা রাজিয়া আশা,  অর্থ সম্পাদক হিসেবে রেদোয়ান আহমেদ ইমন এবং উপ–অর্থ সম্পাদক হিসেবে  নাজমিন আক্তার ও অনিন্দিতা সুত্রধর শ্রেয়া ,দপ্তর সম্পাদক হিসেবে মোঃ শাহরিয়ার ইসলাম সৌরভ এবং উপ–দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাহেলা জাহান তালুকদার ও কনিক দাস সীমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ শরিফুল আলম বিজয় এবং উপ–ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মুনসাহাবুর রহমান মনির ও রফিকুল ইসলাম নাফি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিলয় দাস এবং উপ–সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে শ্রেষ্ঠ পাল,তানজিন রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মিসকাত ওয়াহিদ চৌধুরী এবং উপ–তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আদিবা ইলমিয়াদ ও সাদিয়া আক্তার চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে  মোঃ সাবাজ আহমেদ স্বাধীন, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে প্রশান্ত বৈষ্ণব ও শাহ নাঈমা জান্নাত, গবেষণা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে সালমান হোসেন, উপ গবেষণা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে তারেক মিয়া ও সিবু নাইডু, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে   মোস্তাহিরা, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে   উম্মে হাবিবা নুসরাত আনসারী ও অন্নপূর্ণা দাস, প্রশিক্ষণ ও সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে নূর আলম, উপ প্রশিক্ষণ ও সমন্বয় বিষয়ক সম্পাদক হিসেবে সানজানা তালুকদার বুশরা ও শচিন পাল চৌধুরী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে  মোহাম্মদ রাজিব  উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে সাবিকুন্নাহার নাজিফা ও মোর্শেদা খানম, সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে  মোঃ ইফহাজ মিয়া উমর,উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে  তুষার দাশ
 কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাহিবুর রহমান,জাগ্রত অধিকারী,সেঁজুতি রাণী বৈষ্ণব, জাবেদ আহমেদ আরিয়ান,নকুল চন্দ দাস,নূর কামাল সাজ্জাদ,ফাতেমা বেগম,আমির হোসেন,তন্বী হামিদা, তানজিলা তাবাসসুম,মোঃ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোঃ রবিউল ইসলাম,মোঃ ইয়াসিন মিয়া,মোছাঃ সাদিয়াজ্জামান রিতু,তমা দেবনাথ,শাহনাজ শিরিন  মোঃ জাহিদুল ইসলাম জিহাদ,সৈকত চন্দ রাজ, জাহিদ হাসান,জোবায়ের আহমেদ,অর্পিতা রায় চৌধুরী এবং আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহসিন জামিল, আজিজুল হক শাকিল,মেহরাজ হোসেন ইফতি।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক ফাহমিদা হক জিনিয়া বলেন, ‘ আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন একতা ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি শুধু একটি সংগঠন নয়, বরং সিলেট অঞ্চল থেকে আগত সকল কুবিয়ানের জন্য একটি পরিবার ও আবেগের জায়গা।  নতুন কমিটিকে সঙ্গে নিয়ে সবাই মিলে জালালাবাদকে আরও সুন্দর, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রইল, ইনশাআল্লাহ। ‘
সদ্য মনোনীত সভাপতি মো: জীবন ভুঁইয়া বলেন, ‘জালালাবাদ এসোসিয়েশন একটি পরিবারের ন্যায়, এখানে যুক্ত হওয়ার পর থেকেই অনেক কিছু শিখেছি। এখানে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের দৃঢ়তা অতুলনীয়। সংগঠন বিভিন্ন কার্যক্রম করে  ইভেন্ট, সভা-সেমিনার, টিম ওয়ার্ক, নবীনদের সহযোগিতা, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, ক্যারিয়ার গাইড ইত্যাদি।এছাড়াও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমও করা হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে সব সময় চেষ্টা করি সাংগঠনিক কার্যক্রমে সময় দেওয়া ও সক্রিয় থাকার। এখন দায়িত্ব ও কাজের স্কোপটা আরো প্রশস্ত হলো। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে সাংগঠনিক কাজ করার।’
..

Leave a reply

Minimum length: 20 characters ::