মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্বাস চৌধুরী (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নিহতের মরদেহ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। স্বজনদের অভিযোগ, ঘটনার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪ জানুয়ারি বুধবার প্রতিপক্ষ আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে যখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গত রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খাতিয়াল গ্রামে নতুন করে চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।