নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের  মাঝে শীতের উপহার বিতরণ

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের  মাঝে শীতের উপহার বিতরণ
মো: গোলাম মোস্তফা, নীলফামারী প্রতিনিধি : সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের উপহার  বিতরণ করা হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোঃ আব্দুল আউয়াল। সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আহবায়ক সাকিল ইসলাম, সদস্য আফরোজা মিমি, জবা রায়, রাকিবুল ইসলাম রোহান, আশিকুজ্জামান আশিক এ সময় উপস্থিত ছিলেন।
সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আহবায়ক সাকিল ইসলাম জানান, মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবুজ বাংলাদেশ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। উল্লেখ্য সবুজ বাংলাদেশ নীলফামারী জেলা শাখা নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::