রাজধানীর বনশ্রীতে দিনদুপুরে চুরি, আতঙ্কে এলাকাবাসী

রাজধানীর বনশ্রীতে দিনদুপুরে চুরি, আতঙ্কে এলাকাবাসী
নিউজ ডেস্ক: রাজধানীর বনশ্রী এলাকায় দিনদুপুরে সংঘটিত একটি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যস্ত সময়েও এমন চুরির ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় একটি মূল্যবান ল্যাপটপ, ব্যাংকে জমানো নগদ অর্থ, একটি দামি ঘড়িসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়েছে।
ভুক্তভোগী রবিউল ইসলাম জাভেদ এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বাসা থেকে প্রায় ৪০ হাজার টাকা নগদ অর্থ, লক্ষাধিক টাকা মূল্যের একটি ল্যাপটপসহ ব্যক্তিগত ও প্রয়োজনীয় অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ঘটনার পর বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি জানান, বাসায় স্থাপিত সিসিটিভি ক্যামেরাটি দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় ছিল, যার ফলে ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। এতে তদন্ত প্রক্রিয়ায় কিছুটা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন এবং আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পুলিশ জানিয়েছে, দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি ক্রমেই বাড়ছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::