বিএনপির আরও এক প্রার্থী ঋণ খেলাপি: চেম্বার আদালত

বিএনপির আরও এক প্রার্থী ঋণ খেলাপি: চেম্বার আদালত

সমাচার ডেস্ক: চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আদালতে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

আইনজীবী জানান, প্রিমিয়ার লিজিংয়ের সরোয়ার আলমগীরের কাছে পাওনা ১৬ কোটি ৭৪ লাখ টাকা। ৫টি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ দুইশ ১৪ কোটি ৪৩ লাখ টাকা।

এর আগে হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন।

এদিকে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::