নীলফামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান  আদালত, ২লাখ জরিমানা আদায়

নীলফামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান  আদালত, ২লাখ জরিমানা আদায়
মো: গোলাম মোস্তফা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে একটি ইট ভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে(১৩জানুয়ারী) ডোমার উপজেলার বেতগাড়া এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামক অবৈধ এই ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে অনুমোদন ব্যতিত ইটভাটায় কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করায় ট্রাক্টর দিয়ে কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::