গবেষণায় নতুন দিগন্ত বিশ্বের ৪০০ গবেষককে নিয়ে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন

গবেষণায় নতুন দিগন্ত বিশ্বের ৪০০ গবেষককে নিয়ে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ গবেষণায় নতুন দিগন্ত বিশ্বের ৪০০ গবেষককে নিয়ে প্ল্যানেট ল্যাংলিট ২০২৬-এর অংশ হিসেবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মঙ্গলবার(১৩ জানুয়ারী) দুপুরে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ রূপগঞ্জ স্থানী ক্যাম্পাসের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে প্ল্যানেট ল্যাংলিটের আহ্বায়ক ড. মো. শামিম মণ্ডল সম্মেলনটির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
‎এসময় তিনি জানান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সসামাজিক বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা বিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে গবেষকদের চারটি বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশের সুযোগ থাকবে।
‎যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে। বিশ্বের শতাধিক প্রতিষ্ঠানের গবেষকরা সম্মেলনে অংশ নেবেন।‎তিনি আরো জানান, সম্মেলনের জন্য ১৬টি দেশ থেকে মোট ৮৮৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। কঠোর পর্যালোচনার মাধ্যমে ৪৫ শতাংশ গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হয়েছে। এসব গবেষণা জুন ২০২৬-এর মধ্যে চারটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে।
‎ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি বৈশ্বিক সমস্যা, পরিবেশ, ভাষা ও সাংস্কৃতিক অধ্যয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
‎সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি সকাল ৯টায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়াম A-302-এ।
‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহিদুল্লাহ, গ্রীন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেন আরো শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
..

Leave a reply

Minimum length: 20 characters ::