নীলফামারীতে চারটি ইটভাটা থেকে ১৯লাখ টাকা জরিমানা আদায়

নীলফামারীতে চারটি ইটভাটা থেকে ১৯লাখ টাকা জরিমানা আদায়
মো: গোলাম মোস্তফা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে চারটি ইট ভাটা থেকে ১৯লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের এমদাদুল হকের মালিকানাধীন সোনার বাংলা ব্রিকস, দলুয়া কামারপুকুর এলাকায় অবস্থিত সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন বিপিএল-২, এজাজ আহমেদের মালিকানাধীন এএসবি ব্রিকস, কদমতলী এলাকায় অবস্থিত ওবায়দুল ইসলামের মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে আইন ভঙ্গ করায় চারটি ভাটা থেকে ১৯লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটাগুলোর কিলন স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।এছাড়াও ধ্বংস করা হয় কাঁচা ইট।এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::