সমাচার ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ধালে প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। জোটের দাবি, রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনার আগে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর নেতা আইদারুস আল-জুবাইদি পালিয়ে যাওয়ার পর বিচ্ছিন্নতাবাদী বাহিনীকেই লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
বুধবারের (৭ জানুয়ারি) এক বিবৃতিতে জোট জানায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে এসটিসির সংঘাত নিরসনে আলোচনার জন্য মঙ্গলবার রাতে আদেন থেকে রিয়াদের উদ্দেশে আল-জুবাইদির উড়োজাহাজে ওঠার কথা ছিল। তবে তিনি বিমানটিতে না উঠে অজ্ঞাত স্থানে চলে যান।
এছাড়া গোয়েন্দা তথ্যসূত্রে আরও জানা যায়, আল-জুবাইদি সাঁজোয়া যানসহ ভারী অস্ত্রে সজ্জিত একটি বড় বাহিনী সংগঠিত করে আদেন থেকে ধালের দিকে পাঠিয়েছিলেন। সংঘাত বাড়ানোর সেই চেষ্টা ঠেকাতে বুধবার ভোরে প্রতিরোধমূলক বিমান হামলা চালানো হয়।
এ বিষয়ে এসটিসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত এই গোষ্ঠী দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি করে আসছে। সাম্প্রতিক সময়ে তারা বিস্তীর্ণ এলাকা দখল করলেও সৌদি সমর্থিত পাল্টা অভিযানে কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ হারায়। এদিকে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি আল-জুবাইদিকে সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহে অভিযোগে পরিষদ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত তদন্তের নির্দেশ দিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আল-জুবাইদিকে বাদ দিয়ে এসটিসির একটি প্রতিনিধিদল ইতোমধ্যে রিয়াদের উদ্দেশে ইয়েমেন ত্যাগ করেছে।
..