প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

সমাচার ডেস্ক: ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রেমিকার পরিবারের হাতে নিষ্ঠুর নির্যাতন ও ‘চোর’ অপবাদের গ্লানি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শুভ বৈরাগী (২৫)। আত্মহত্যার তিন দিন পর রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ কেন্দ্রের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শুভ বৈরাগী গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী গ্রামের মৃত সুখলাল বৈরাগীর ছেলে। তিনি ববির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর আগে গত ১ জানুয়ারি ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শুভ তার এই চরম সিদ্ধান্তের জন্য প্রেমিকা সঙ্গীতা বাড়ৈ এবং তার পরিবারকে দায়ী করে গেছেন। তিনি লিখেছেন, ৩১ ডিসেম্বর রাতে সঙ্গীতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার কোটালীপাড়ার বাড়িতে গেলে প্রেমিকার জেঠা তাকে ধরে রক্তাক্ত করে মারধর করেন।

শুভর অভিযোগ, মারধরের পর তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ভিডিও রেকর্ড করানো হয়। সেখানে তাকে স্বীকার করতে বাধ্য করা হয় যে, তিনি ওই বাড়িতে ‘চুরি’ করতে গিয়েছিলেন। সেই মিথ্যা ভিডিও শুভর নিজ এলাকায় ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করা হয়। স্ট্যাটাসে শুভ লিখেছেন- ‘তারা সত্যকে আড়াল করে আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে সকলের কাছে দোষী করেছে। আমি কারো সামনে মুখ দেখাতে পারব না। তারা আমাকে জান মারার থেকেও বেশি মেরে ফেলেছে।’

শুভ তার পোস্টে উল্লেখ করেন, সঙ্গীতার সঙ্গে তার দুই বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল। তাদের নিয়মিত ভিডিও কলে কথা হতো এবং দেখা হতো। কিন্তু তার অর্থ-সম্পত্তি নেই বলে প্রেমিকার পরিবার এই সম্পর্ক মেনে নিতে নারাজ ছিল। শুভ ক্ষোভ প্রকাশ করে লেখেন- ‘টাকা-পয়সা আমারও একদিন হতো। আজ নেই তো কাল হতো। কিন্তু তার জন্য কাউকে এভাবে অপমান করা ঠিক না।’

এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষার্থী বরিশাল থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গের সামনে এসে অবস্থান নেন।

তাদের অভিযোগ, প্রভাবশালী পক্ষ ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। সহপাঠী জালাল উদ্দিন অভিযোগ করেন, ‘পুলিশ মামলা না করার জন্য বলছে। প্রেমের ঘটনায় চুরির অপবাদ দিয়ে প্রচুর মারপিট করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ১ বা ২ জানুয়ারি এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। পরিবারকে মামলা দেয়ার জন্য বলা হয়েছে। আশা করি দ্রুততম সময়ে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে।’

শুভ বৈরাগী বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী ছেলে। শৈশবেই বাবা-মাকে হারানো শুভ তার বোন, ভগ্নিপতি ও মামাবাড়িতে বেড়ে উঠেছিলেন। গত ৩ বছর আগে বৌলতলী আশ্রয়ণ প্রকল্পে শুভ একটি ঘর বরাদ্দ পায়। মাঝে-মধ্যে গ্রামে আসলে তিনি মামাবাড়ি বা অশ্রায়ণ কেন্দ্রের ওই ঘরে থাকতেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::