নীলফামারীতে ৩০জন ক্ষুদে ফুটবলার  নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু 

নীলফামারীতে ৩০জন ক্ষুদে ফুটবলার  নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু 
জেলা প্রতিনিধি: ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগীতার জন্য বাছাইকৃত ৩০জন ক্ষুদে ফুটবলারকে নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীতে। এরআগে ছয়টি দল থেকে ৩০জন ফুটবলারকে বাছাই করা হয় একই মাঠে। বাছাইয়ে ৬৬জন অংশ নেন।
শনিবার বিকেলে(২৭ডিসেম্বর) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন, ফেরদৌস আলম, মীর আহমেদ বাবু, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ৩০জনের মধ্য থেকে সেরা ৫জনকে মনোনয়ন দেয়া হবে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। বিভাগীয় পর্যায় থেকে একটি টিম তৈরি হয়ে জাতীয় পর্যায়ে ডেভেলপমন্টে কাপ ফুটবলে অংশ নেবে।
উদ্বোধনী পর্বে বাছাইকৃত খেলোয়ারদের জার্সিসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি।বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে অনুর্ধ্ব-১৪(বালক) এই খেলোয়ার বাছাই অনুষ্ঠিত হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::