ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতার গ্রেফতার

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতার গ্রেফতার
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছেন ময়মনসিং মহানগর যুবলীগের যুগ্ম আহবাহক রাসেল পাঠান।
এনিয়ে গতবছরের ০৫ আগস্টের পর ভারত ঢোকার আগে বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগজ্ঞ জেলা আ,লীগের সাধারণ সম্পাদকসহ ২২ জন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
রাসেল পাঠান ময়মনসিং মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান,ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহন করবেন।
এদিকে স্থানীয় সুত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামীকে ভারতে পালাতে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে। এসব চক্রের সাথে কাস্টমস ও ইমিগ্রেশনে অবস্থান করা বহিরাগত এনজিওরা জড়িত রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগীতাকারীরা রয়েছে ধরা ছোওয়ার বাইরে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::