বিএনপির বহরে যুক্ত হলো বুলেটপ্রুফ বাস, নিবন্ধিত তারেক রহমানের বিশেষ জিপ

বিএনপির বহরে যুক্ত হলো বুলেটপ্রুফ বাস, নিবন্ধিত তারেক রহমানের বিশেষ জিপ

সমাচার ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম ও শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে বড় ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় প্রচারণার জন্য কেনা একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আনা বিশেষ সুবিধাসম্পন্ন একটি জিপ গাড়িও ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পথে বুলেটপ্রুফ বাস
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী প্রচারকাজের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ এই বুলেটপ্রুফ বাসটি গতকাল চট্টগ্রাম বন্দরে খালাস সম্পন্ন হয়েছে। বাসটি বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রয়েছে এবং আজ বা আগামীকালকের মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে। নির্বাচনকালীন সময়ে সারা দেশে দলীয় শীর্ষ নেতাদের নিরাপদ যাতায়াত এবং জনসম্পৃক্ত কর্মসূচি পালনের সুবিধার্থে এই বাসটি সংগ্রহ করা হয়েছে।

তারেক রহমানের জন্য ‘ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০’
এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য জাপান থেকে আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ (Toyota Land Cruiser Prado LC 250) মডেলের একটি সাদা রঙের সাত আসনের জিপ গাড়ি দেশে পৌঁছায়। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে।

গাড়িটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:

নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮।

মালিকানা: গাড়িটি সরাসরি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ নামে নিবন্ধিত হয়েছে।

মালিকের ঠিকানা: ২৮/১ নয়াপল্টন (দলের কেন্দ্রীয় কার্যালয়)।

বিবরণ: ২,৮০০ সিসি ক্ষমতার এই জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও সংযুক্ত আরব আমিরাতের ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং’ থেকে আমদানি করা হয়েছে।

ব্যয়: শুল্ক, ভ্যাট ও করসহ গাড়িটির মোট দাম পড়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা। বিআরটিএ-এর ফিটনেস সনদের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি ও প্রেক্ষিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত জুন ও অক্টোবর মাসে দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি (একটি জিপ ও একটি বাস) কেনার বিশেষ অনুমতি দেয়। মূলত নেতাদের শারীরিক অবস্থা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে দলটির পক্ষ থেকে এই বিশেষ আবেদনের প্রেক্ষিতে সরকার অনুমোদন প্রদান করে।

দলের নেতারা মনে করছেন, এই বিশেষ যানবাহনগুলো নির্বাচনকালীন প্রচারণা ও জনসভাগুলোতে শীর্ষ নেতাদের গতিশীলতা ও ব্যক্তিগত সুরক্ষা অনেকাংশে বৃদ্ধি করবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::