সমাচার ডেস্ক: ওসমান হাদির ওপর হামলার মত ঘটনা প্রতিরোধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিকল্প নেই। এ বিষয়ে একমত বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের।
তিনি বলেন, ষড়ন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল-মত নির্বিশেষ সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বলেন, হাদির ওপর হামলা, বাংলাদেশের ওপরে হামলা। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটতো না। নির্বাচনের আগে হামলা-বিশৃঙ্খলা করে ভোট বানচাল করা যাবে না, হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি। ফ্যাসিস্টদের বিরুদ্ধে এক সব দল।
সমাচার/এমএএন