সমাচার ডেস্ক: আসছে নতুন বছর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন সিইসি। সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে তিনি নির্বাচনের সময়সূচি ঘোষণা শুরু করেন।
একই দিন অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট।
প্রায় দুই যুগ পর দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে যাচ্ছে জনগণ। একই দিনে একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট নিতে গণভোট নেওয়া হবে।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের। দুই দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্য দিয়ে তৈরি হয় গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ।
গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের চূড়ান্ত সময় ঘোষণা করেন। তিনি বলেন, ফেব্রুয়ারি প্রথমাধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন।
এরপর পুরোদমে প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। গতকাল বুধবার দুপুরে সিইসির নেতৃত্বে কমিশনাররা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।
বঙ্গভবন থেকে ফিরে বিকাল চারটায় সিইসি নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন।
পরে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান আজ সন্ধ্যা ছয়টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।
..