রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি

রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর বুধবার কলেজ মাঠে তারা এ কর্মসূচি পালন করে।
কলেজ মাঠে আয়োজিত অবস্থান কর্মসূচি পূর্বক সভায় বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিরুন আল রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক মনিরুজ্জামান, শিক্ষক তোফাজ্জল হোসেন তুষার, সোমা আক্তার, মিয়াজউদ্দিন ও ফয়েজ মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর সকল কালো আইন বাতিল করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বঞ্চিতদের অধিকার নিশ্চিত করতে হবে। দ্রুত পদ-সোপান তৈরি করে পদোন্নতি প্রদান ও শিক্ষক-কর্মচারীদের বৈষম্যে দূর করতে হবে। প্রি-প্রোটেকশন ও কার্যকর চাকুরিকালের বাস্তবায়ন করতে হবে। দ্রুত চাকুরি স্থায়ীকরণ, চাকুরি বদলি যোগ্য করা এবং একাধিক কলেজের চাকুরিকালের সমন্বিত গণনা করতে হবে। অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য সকল দাবী পূরণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে
..

Leave a reply

Minimum length: 20 characters ::