জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি বিতরণ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি ২০২৫’-এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ৫২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে ৬ হাজার ১৫৫ টাকা করে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “বৃত্তির পরিমাণ যতই হোক, শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে—এটাই বড় বিষয়। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগায়, পাশাপাশি তাদের দায়িত্ববোধও বৃদ্ধি করে। ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা করবে—এটাই প্রত্যাশা।”
তিনি শিক্ষার্থীদের দেশ-বিদেশের বিভিন্ন বৃত্তির সুযোগ সম্পর্কে সচেতন থাকতে এবং নিয়মিত আবেদন করার আহ্বান জানান। একই সঙ্গে বৃত্তির সংখ্যা ও অর্থ বাড়ানোর জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও শশী ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানান উপাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভাপতি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::