মাদারীপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরী বলেছেন, বিভেদ ভুলে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করতে হবে ।
শনিবার (৬ ডিসেম্বর) শিবচর উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তার বাড়িতে বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এর আগে শিবচর পৌর মার্কেটে ত্যাগী বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নাদিরা মিঠু চৌধুরী বলেন, এ আসনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম তাদের সকলের কথা ছিল দল যাকেই মনোনয়ন দিবে সবাই তার পক্ষে কাজ করবো। তাই আমি সকল নেতাকর্মীকে আহ্বান করবো বিভেদ ভুলে আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করি। এসময় তিনি শিবচরবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, উপজেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য নাদিরা মিঠু চৌধুরীর শ্বশুর মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপি’র ধানের শীষ প্রতীকে মাদারীপুর-১ আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর তার ছোট ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরী এ আসনের সংসদ সদস্য হন।
পরবর্তীতে নাদিরা আক্তারের স্বামী উপজেলা বিএনপি’র বলিষ্ঠ নেতা মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরী এ আসনে নির্বাচন করেন। তার মৃত্যুর পর নাদিরা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেন।