রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার
মোঃ আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া(৩০)কে গ্রেপ্তার করে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া মাসিমপুর কান্তিক পাড়া এলাকার ভূমিদস্যু ইয়াকুব মিয়ার ছেলে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি চৌকস দল শনিবার (৬) ডিসেম্বর  রাতে এই অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে উদ্ধার করা হয় ৭ দেশীয় অস্ত্র, ও মাদক। রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ জানান আমরা সোহাগের অস্ত্রের বিষয়ে জানতে চাইলে সোহাগ জানান তার সহযোগী আরমানের কাছে তার একটি পিস্তল রয়েছে।
তিনি আরো জানান আমাদের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর হাতে আটক সোহাগ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::